লাল সবুজের ওই নিশান উড়িয়ে
বাংলার বিজয় তুমি এসেছিলে
এক সাগর রক্তের বিনিময়ে।
বিজয় তুমি যে এসেছিলে
নয় মাস ধরে পাকিস্তানি
অসুরের তাণ্ডব নৃত্যের আর
রক্তের হোলি খেলার বিনিময়ে।
বিজয় তুমি যে এসেছিলে
মৃত মায়ের শিয়রে বসে
অসহায় কোন এক শিশুর করুন
গগন বিদারী কন্নারই  বিনিময়ে।
বিজয় তুমি যে এসেছিলে
স্বামীর লাশের পাশে বসে
সদ্য বিবাহিত কোন এক
তরুণীর হৃদয় বিদীর্ণ
বিলাপের বিনিময়ে।
বিজয় তুমি যে এসেছিলে
সন্তানের লাশ বুকে নিয়ে
এক মায়ের করুন আর্তনাদে।
বিজয় তুমি যে এসেছিলে
কোন এক বালিকার
কোন এক তরুণীর
সম্ভ্রমহানির বিনিময়ে।
বিজয় তুমি যে এসেছিলে
কোন এক তরুণের বুকে
মাইন বেঁধে উড়িয়ে দিয়ে
পাকিস্তানি রণ-তরী ট্যাঙ্ক।