""""""""""""""""""
নিঃসঙ্গ হৃদয় চিল হয়ে তবু কাঁদছে একাকী
কোন এক নারী যেন ডাকে ফিরে ফিরে
ধীরে ধীরে কাছে এসে প্রশ্ন করে বলে
সন্ধ্যা নদীর জলে কুয়াশায় ভরা
ধূসর পেঁচার মতো
এতটা  নিস্পৃহ কেন তোমার দুচোখ?


আমি শুধুই নির্বাক থাকি তবু যেন
হৃদয়ের বেদনাকে শুধু আমি জানি;
ঐ মুখের রূপ কত শত শতাব্দী দেখিনি আমি
ফাল্গুনীক জ্যোৎস্না ভরা রাতে
হরিণীর দু চোখ জুড়ে হীরার আলোক
আমি ম্লান হেসে লিন হতাম সহসা
চন্দ্রমল্লিকা ফুলের চির বাহুডোরে
অনন্ত মৃত্যুর মতো মিশে থেকে যেন
কেটে গেছে কত শত হাজার বছর।।


এখন যে আর খুঁজি নাকো
পৃথিবীর পুরনো পথের ক্লান্ত রেখা
তবু মাঝে মাঝে মনে হয়
সর্বস্বতা হারিয়েই বিমূর্ত হৃদয়
স্মৃতির আঁচলেই ঢেকে রাখে সময়।।