অনেকে আমাকে বলে
এত বিরহ কেন কবিতা জুড়ে
এত প্রেমেই বা পড়লে কখন?
আমি মৌনতার সুরে শুধু হাসি।।


শুনেছি প্রেমে পড়লে নাকি কবি হয়!
অথচ যে ছেলেটা বিরহের আগুনে পুড়ে পুড়ে
নিতান্ত ভদ্র ছেলেটা!
রাস্তায় রাস্তায় ঘুরে বোতল বোতল মদ ঢকঢক করে গিলে
সে কি কখনো লিখতে পারবে না  প্রেমের পঙক্তিমালা?


আমি বরাবর বিরহ কে ভালোবাসি,
বিরহের মাঝেও একটা অভিমানী প্রেম থাকে
অতি সূক্ষ্ম খাঁটি প্রেম....
আমি প্রেমে পড়লে বিরহে ভাসি..
অথচ বিরহে পুড়ে পুড়ে
লিখে যাই প্রেমের কবিতা।।