দীঘির ধারে সন্ধ্যা রাতে
জোনাক জ্বলে যখন,
তোমার কথা বারে বার
মনে পরে তখন।


আকাশ মাঝে তারা গুলি
মিটমিটিয়ে জ্বলে,
বুকের ভেতর ফিসফিসিয়ে
কে যেন কথা বলে।

মধ্যরাতে হুতুমপেঁচা
যখন ডেকে ওঠে,
আমার বুকের ভেতর তখন
পাষাণ-বেদী ছুটে।


রাত্রি যখন গভীর তম
নিভুনিভু হয় চাঁদ,
আমার বুকের কষ্ট গুলো
বাড়ায় যেন হাত।


রাত্রি শেষে ভোর যে আসে
পাখিরা সব ডাকে,
আমার বুকের কষ্ট গুলো
পাক দিতেই থাকে।


সকাল হলে সূর্য উঠে
আলো ছড়ায় বেশ,
আমার বুকের কষ্ট গুলো
হয়না তবু শেষ।