"""""""""""""""""""""
বৃষ্টি আসে অঝর ধারায়
কামার, কুমার, জেলের পাড়ায়।
বৃষ্টি আসে খেয়া ঘাটে
ধান, পাটে, আর আখের মাঠে।
বৃষ্টি আসে ফুলের বাগে
জুঁই, চামেলির পাতার ডগে।
বৃষ্টি আসে আগে বাগে
হেলেঙ্চা আর কলমী শাকে।
বৃষ্টি আসে বিলে ঝিলে
শাপলা, শালুক, পদ্ম ফুলে।
টোপ টপাটপ্‌‌ বৃষ্টি ঝরে
বৃক্ষের তলে বন বাধারে।
বৃষ্টি আসে খগের সনে
সাদা ফুলের কাশ বনে।
রিম ঝিমা ঝিম বৃষ্টি পড়ে
দিবস ভরে কী রাত ভরে।