…………………………………………………
পচাত্তরের  ভয়ঙ্করতম এক রাতে
কিছু দৈত্যের ঐ কালো হাত  
মুজিব নামের এক চেতনা কে হত্যা করেছিল।।


চেতনা কে চিরতরে শেষ করে দেওয়ার জন্য
উদ্ভূত ছিল দৈত্যের  দল।
কিন্তু দৈত্য ধুতরা ভাবিনি কোনদিন
চেতনা ফিরে আসবে কোনো এক দিন।।

চেতনা ফিরে এসেছে!
এ চেতনা কে যে ফিরে আসতেই হবে;
চেতনা ফিরে এসেছে
বাংলারই ঘরে ঘরে,
চেতনা ফিরে এসেছে
গায়কের গানে গানে,
চেতনা ফিরে এসেছে
কবির ছন্দের আন্দোলনে
চেতনা ফিরে এসেছে
শিল্পীর তুলির কোমল স্পর্শে
চেতনা ফিরে এসেছে
দেশ প্রেমিকের মিছিলে শ্লোগানে
চেতনা ফিরে এসেছে
চৈতন্যের ঘূর্ণি ঝড় হয়ে।।


চেতনা ফিরে আসবে বারবার
চেতনা কে ফিরে আসতেই হবে বারবার
এ বাংলার ঘরে ঘরে।।