আমার তখন ছেলেবেলা
আমার তখন ষোল।
সেই যে আমার নতুন করে
গল্প শুরু হল।
খেলার সাথী মাতা মাতি
খেলতে মজা ভারী।
সব কিছুতেই ভালো লাগে
শুধু পড়ার সাথেই আড়ি।
সঙ্গী ছিল বন্ধু সাথী
খেলা আর হৈচৈ।
এখন শোন আমার সেই
মনের কথা কই।
তাহার বাড়ি আমার বাড়ি
মাঝে ছিল বন,
খেলার ছলে তাহার সাথে
দেখা হতো তখন।
মিষ্টি করে হাসত যখন
আমার দিকে চেয়ে,
হৃদয় আমার ভরে যেতো
তারে কাছে পেয়ে।
খেলার মাঝে খেলতে মজা
লুকোচুরি খেলা,
তাহার সাথে খেলতে খেলতে
যায় যে আমার বেলা।
হটাৎ একদিন বলল যে সে
নতুন খেলার কথা।
তাহার কথা শুনে আমার
ঘুরে গেল মাথা।
গোপন খেলার গোপন কথা
বলতে আছে বারণ।
এখন আমি মাঝে মাঝে
বুঝি তাহার কারণ।
গল্প আমার হইলো না শেষ
তবুও এখন রাখি।
আজকে শুধু এত টুকু
কালকে বলব বাকি।