শূন্যতা কখনো শূন্য থাকে না
কেউ হারিয়ে গেলেও, শূন্যতা বাড়ে না—
শুধু নতুন কোনো গল্প জন্ম নেয়,
নতুন কোনো পথিক এসে
শব্দ গুলোকে নতুন সুর দেয়।

জোয়ার নামলে ভাটার ডাক আসে,
একটা স্রোত থেমে গেলে
অন্য কোনো মোহনায় ঢেউ জাগে।
তুমি যাকে হারিয়েছো,
সে হয়তো অন্য কোথাও
নতুন সন্ধ্যার প্রদীপ জ্বালায়।

কিছু মানুষ আসে—
আমাদের ভেতর গভীর রাত ঢেলে দিয়ে,
তারপর ভোর হয়ে যায়
অন্য কারও আকাশে।