যদি কখনো দুঃখের ভারে আঁধারেতে ঢাকে মুখ
যদি ভিতরে গুমরে মরে আহত পাখির শোক
দু'চোখ জুড়েই যদি এলোমেলো সেই
বিষন্নতার স্মৃতি ভেবে ভেবে আঁতকে উঠে বুক।


তবু ভেঙোনা, ভেবোনা সূর্য গেছে ডুবে
ভেবো না এখন আর নেই কোন আলো,
সূর্য ডুবে গেলেও চাঁদের আলো জ্বেলে
দূর হবেই শেষে আঁধার ঘন-কালো।


রাত্রির পরে সকাল, ঠিক আসে ফিরে
সেই কথা জানো না কি তুমি?
তবে কেন এখনই ছেড়ে দেবে হাল!
বলো, চিরদিনই থাকে কি আর শীত মরসুমি।


জীর্ণ-ঝরা কে পেছন ফেলে একবার
ঘুরে দাঁড়িয়ে দেখো, কেটে যাবে সব আঁধার সব ভয়
কখনো বিপদ এলে তবে কেন ভেঙে যাও বারবার!
জেনো, ধীর প্রত্যয়ী কখনো মানে নাকো পরাজয়।