এভাবে পিছু ডেকো না
এভাবে পিছু ডাকতে নেই
এভাবে পিছু ডাকলে
ফিরে যাওয়া হবে না তো আর,
এভাবে পিছু ডাকলে
জড়িয়ে যাই আমি প্রেমানন্দের অদৃশ্য মায়ায়
অচেনা অনলে পুড়ে প্রেমিক হৃদয়,
চন্দন পুড়ালে যেমন গন্ধ ঢালে
তেমন হৃদয় পুড়তে পুড়তে হয় প্রেমের বর্ষণ
তখন কোথাও যেতে ইচ্ছে হয় না তো আর ...  


এভাবে পিছু ডেকো না
এভাবে পিছু ডাকতে নেই
এভাবে পিছু ডাকলে
আমি মাতোয়ারা হয়ে যাই তোমার প্রেমের রসে
আমায় মাতাল করে যায় দ্রাক্ষার মধুর মদ,
সুরাসক্ত হয়ে সরষে ফুলের মতো
দুচোখে আবর্ত হতে থাকে ভালোবাসি ভালোবাসি  
এমন মাতাল হৃদয় নিয়ে তখন
কোথাও যেতে ইচ্ছে হয় না আর ...