এখন এ পৃথিবীর যেন গোধূলি সময়
সূর্যের তেজেই ক্লান্তি আজ মনে হয়
আজ সব হৃদয়ের যেন বেলা শেষ
শুধু চোখে রয়ে গেছে করুন আবেশ
সূর্যের আলো জ্বলছে নিজের অমতে
নক্ষত্রেরা হাঁটছে ঐ কুয়াশার পথে
কবিতার গাঢ় রঙ হয়েছে মলিন
শুষ্ক অস্থি অফুরন্ত সূর্যময় দিন
শতাব্দীর অন্ধকার মনের ভিতরে
রংহীন ফানুস উড়ে ব্রহ্মাণ্ডের ভিড়ে
কতদিন চলবে আর এমন সময়
মৃত্যু সন্ধিতে এসেও কাটেনি কি ভয়?