মাঝে মাঝে মনে হয়
এ জীবন কিছু নয়
শূন্যতায় ভরে আছে অসার হৃদয়।।


যেন মরীচিকা তুমি
আর আমি মরুভূমি
জ্বলন্ত উল্কার মতো রূপ-রস সব যাবে থামি।।


সেই কথা বোঝা ভার
সূর্যের আলো মেটায় যে খোরাক কার
বেদনায় ম্লান সূর্য, সবি হয়ে যায় অন্ধকার।।


তীব্র স্রোতে নদী কল কল
ঢেউয়ে ঢেউয়ে ভাসে সাগর অতল
একদিন শেষ হয়ে যায় গভীর নদীর জল।।


আজ কেন মনে হয়
সব যেন কোন এক গভীর বিস্ময়
জীবনের স্তরে স্তরে ছায়া ফেলে বিবর্ণ সময়।।