তোমার প্রেমের মোহে মায়াবী নেশায় ডুবে গেলে
আর কোথাও যেতে ইচ্ছে হয় না আমার
আমি আলুথালু বসে থাকি অরণ্যের অন্ধকারে
হৃদয়ের ভেতর দৌড়াতে থাকে
প্রেমানন্দের হাজার খানেক লাগামহীন ঘোড়া,
নিউরনের সেতারে বেজে ওঠে
মোহন সুরের তুমি তুমি তুমি মননে-মগজে।


তোমার প্রেমের মোহে মায়াবী নেশায় ডুবে গেলে  
কিয়ারোস্তামির সিনেমার গল্পগুলোও পানসে হয়ে যায়
নির্বিকার পড়ে থাকে প্রিয় কবিতার বইগুলো;
মন মোহুয়ায় কোকিলের সুরে
ঘনঘোর শ্রাবণ সন্ধ্যাতে মনে হয় ফাগুন যৌবনা রাত
সংখ্যাহীন মহাজাগতিক প্রেমের পালকগুলো
যেন উড়ে উড়ে আসে হৃদয় মাস্তুলে।