আজ এই পৃথিবীতে মানুষের মন
ঘোর অন্ধকার কৃষ্ণ-গহ্বর উৎসের মতন;
চারদিকে শুধু হিংসা-দ্বেষ, কলহ রয়েছে ভরে
নিঃসহায় মানুষরা শুধু কেঁদে মরে।
ধর্মের নামে মানুষে মানুষেই ছড়াচ্ছে বিবাদ
মানবিতিহাস পায় অন্ধকার বেদনার স্বাদ;
সময় এখন মরু-ভূমির মৃগ তৃষ্ণার মত  
ভিতরে নিঃসীম, শান্তি হননের ঘোরে উদ্বেলিত;
যারা আজ ক্ষমতার লালসায় সংগ্রামে বিলীন
ভুলেই গেছে জীবন সূর্য নিভে যাবে একদিন।।