আমার শৈশবের আবাদি জমি গুলো
শুকোতে দিয়েছি ব্যস্ততার উঠোনে
শুকিয়ে শুকিয়ে আর কিছুদিন
তারপর হবে জলহীন
উদ্ভিদহীন বালুকাময় বিস্তীর্ণ প্রান্তর;
চারপাশে শুধু আগুন আর আগুন
সেই বায়ুতে আগুন আকাশে আগুন.....


আমার শৈশবে জমি গুলি
একসময় ভীষণ আবাদি ছিল...
যেখানে ফুটে থাকতো শত-শত লাল কৃষ্ণচূড়া,
দেবদারু, নিমফুল, আর মায়াবী মাধবীলতা;
তখন সবুজ-সোনালী পাতায় খেলে যেত এক
নীল জ্যোৎস্নার প্লাবন।
সেই শৈশবের গাছগুলি আজ কুঁড়িহীন, পাতাহীন।।


আমার এখন শুকনো পাতার জোনাকি জীবন
স্পর্শ করলে আগুন জ্বলে
বৃত্তের ভেতর শুধু ধুধু মরীচিকা
আর খাঁচার ভেতর ডানা ঝাপ্টায় কয়েকটা মরু পাখি।।