কবি একদিন জেনে গেল এ দুঃখ চিরকালের
তাই তিনি মঞ্চ ছেড়ে ফুলের কাছে এসে বসলেন
অথচ কবিতার বিষয় কখনো ফুল ছিল না
ফুলের সৌন্দর্য আর কত দিনের?
কবিতার বিষয় হতে পারতো
কুকুরের সাথে মানুষের মিল,
শাসন, ভাঙ্গন, ব‍েশ‍্যা, মা অথবা মৃত্যু।
তবুও কবি লিখে গেলেন ফুলের কবিতা
নারী বুঝি ফুলের মতই?
যার জন্য কবিদের নিদ্রাহীন পেঁচার রাত,
পৃথিবী সুদ্ধ  চলছে যুদ্ধ যুদ্ধ খেলা,
যার জন্য আজ অস্কার পায় পুরুষ
যার জন্য নিঃস্ব হয়ে যায় প্রেমিক;
রাত হলে ঘুঙ্গুরের শব্দে-
বাইজী কোঠায় কিসের আগুন জ্বলে?
সেই আগুনের ভেতর দেখি মৃত ফুলের কঙ্কাল!
যদিও মৃত্যু আমাদের আলোচ্য বিষয় নয়
আলোচ্য বিষয় কেবল ফুল আর প্রেমিকা
তবু কলম হাতে তুলে নিতেই
চারদিকে কেবল মৃত্যু কে দেখি।