আমার বাবার রক্তে রাঙা স্বপ্নগুলো
অধরাই থাক
আমার মায়ের আঁচল ভরা অঞ্জলিগুলো
ছিঁড়ে ছিঁড়ে খাক হায়েনার দল,
তবু তুমি বেঁচে থাকো, দীর্ঘজীবী হও!
ছিন্ন বস্ত্রের ভুখা শিশুটি ধুলায় লুটাক
মায়ের আর্তনাদে যদি ভারী হয়ে যায়
আকাশ বাতাস মাটি! হোক
চিলেরা সাঙ্গ করুক
গর্ভবতী শামুকের জীবন সঙ্গীত;
হোক দলাদলি হোক হরতাল, ধর্মঘট
হোক আগুন আগুন খেলা
রাস্তায়, বাসে, দোকানে, যত্রতত্র জ্বলুক দ্রোহের আগুন
কৃষকের ধান ক্ষেত পুড়ে হোক ছাই;
স্বাধীনতা! তবু তুমি বেঁচে থাকো, দীর্ঘজীবী হও...
সত্য বলতে গিয়ে হারিয়ে যাক প্রতিবাদী কণ্ঠস্বরগুলো,
সত্য লিখতে গিয়ে নিখোঁজ হয়ে যাক আজ সমস্ত কলম!
তবু তুমি বেঁচে থাকো, দীর্ঘজীবী হও!
হে আমার প্রিয় স্বাধীনতা
তোমার অস্তিত্বের লাল সবুজ পতাকা
পতপত করে উড়ুক অনন্তকাল।