প্রেম ডোরে ওগো সুখী যদি বাধি দুজনার ঘর
নেই টাকা কড়ি, নেই ধন রত্ন সোনার মোহর
কিছু নেই, আছে এক ধন আকাশের মতো মন
মন দিলে মন পাবে, মনের অধিক মূলধন
সঞ্চয় করিনি কিছু, আমার যে আর কিছু নাই
তবে কি দিয়ে তোমায় সখি রাণীর মতো সাজাই?
সাজাতে পারি সাজাতে পারি ভালোবাসা অলংকারে
যদি চাও দিতে পারি প্রণয় গহনা অঙ্গ ভরে।


দাও তবে তাই সখা হীরার চেয়ে দামি যে প্রেম
সেই অলংকারেই সাজিয়ে দাও ওগো প্রিয় শ্যাম,
জীবন যৌবন দেহ-মন দিলাম তোমায় আজি
তোমার প্রেম ভূষণে প্রিয় আমারে দাও গো সাজি
সাক্ষী রেখে আল্লা-নবী, পরস্পরে বেঁধে প্রেম ডোরে
আমারে সাজিয়ে বধূ নাও তুলে তোমার ই ঘরে।