চলে গেলে আর
কতটুকু যেতে পারি বলো,
চলে যাওয়া মানেই হারিয়ে যাওয়া নয়, নয় প্রস্থান,
চলে যাওয়া মানে
ফুল ঝরে গেলেও যেমন থেকে যায় বোঁটায়, অভিমান!
ঘুড়ি উড়ে গেলেও যেমন থেকে যায় নাটাইয়ের টান
আমিও তেমন থেকে যাই
ছায়া হয়ে, মায়া হয়ে
দূর আকাশের চাঁদ হয়ে
নাম না জানা পাখি হয়ে
হৃদয়ে নিত্য তোমার গেয়ে যাই গান।


দূরে যাওয়া মানে চলে যাওয়া নয় বন্ধু,
চলে গেলে দূরে
থেকে যাওয়ার চেয়েও বেশি থেকে যাই
তোমার শূন্যতা জুড়ে।