হে আগামী দিনের পথিক,
তোমাদের এই পথ ধরে
কেউ একজন চলে যেত একদিন,
ওই নীলের আকাশ
এই পথের সবুজ ঘাস;
এইসব সোনালী ধানের ক্ষেতের আল মাড়িয়ে
কোন এক শ্রান্ত পথিক, এই পথের ধারে
ছায়া দীপ্তি রোদের দুপুরে
মায়া ছড়িয়ে ছড়িয়ে চলে যেত দুরে বহুদূরে।


তারপর একদিন
সময়ের বঞ্চনার বীরোচিত হয়ে
আলোক বর্ষের সব দিন শেষ হলে
চলে গেছে সে নীলাভ নক্ষত্রের দেশে।


হে আগামী দিনের পথিক
সে যে রেখে গেছে মায়া শুধু তার মায়া
শুধু তোমাদের ভালোবেসে।


তার কথা কখনোও যদি আসে মনে
একটু বিরাম দিও পথে, সংগোপনে
তার কবরের পাশে
হে আগামী দিনের পথিক
কখনোও যদি তার কথা মনে আসে।।