হে টুঙ্গিপাড়ার পাড়াগাঁয়ে জন্ম নেয়া দেব-শিশু
হে বাঙ্গালী জাতির পিতা,
তোমার স্ফুলিঙ্গে আলোকিত হয়েছিল
এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর  
বর্গ কিলোমিটারের মাটি।।


হে পিতা তোমার স্পর্শে
মুক ও বধির বাঙালির মুখে ফুটে ছিল ভাষা।।


হে পিতা তোমার স্পর্শে
তিমিরময় আড়ষ্ট কারাগার ভেঙে
বাঙালির বুকে জেগে উঠেছিল
মুক্তির অমোঘ নব স্বপ্ন।।


হে পিতা তোমার স্পর্শে
জরাগ্রস্ত হৃদয়ের উদ্ধত যৌবন
ফিরে পেয়েছে বাঙালি।।

হে পিতা তোমার স্পর্শে
সেই ভীরু সন্ন্যাসীও গেয়ে উঠেছিল
নব আলোকের জয় গান।।


হে পিতা তোমার স্পর্শে
অনাগত আশার স্বপ্নে নিমিষে জেগে
উঠেছিল বাঙালির প্রাণ।।


শুধুই যে  তোমার স্পর্শে হে চির বীর
হে চির প্রেমিক মহিয়ান।।