হে তরুণী! একদিন ছিলে তুমি নদীর মতন,
কোন দূর জনহীন নির্জন গ্রামে বহে যেমন-
শতাব্দীর থেকে আরো বহু শতাব্দী ধরে; সে কত-
হৃদয় তরঙ্গ তীরে আঁচড়ে পরছে অবিরত।
ভরেছে দু-ধারে ঘাড় সাপের ফণার মতো ঘাস  
হৃদয় তরঙ্গে ওঠে, কোলাহলে প্রাণের উচ্ছ্বাস।
আমার বুকে তেমন শ্যামলীনি নদী ছিলে তুমি
তোমার জলে পল্লবে ভরেছে আমার হৃদ ভূমি।


হে তরুণী! তারপর তুমি হলে মরা নদী চর
তোমার চলার পথ ছেড়ে তুমি হলে স্বার্থপর।
তরুণী, তোমার মিথ্যে ভালোবাসার শাশ্বত ডাকে
আমার হৃদয় ভাঙ্গে ঘূর্ণিজলে চোরাবালি পাঁকে।
আমার হৃদয়ে আজ, অস্থিরতা-বেদনা-বিস্ময়
আকাঙ্ক্ষার পিছে যত ব্যথা সব ভুল মনে হয়,
হৃদয় হারিয়ে আজ অন্ধকার গভীর গহ্বরে-
তবুও  রয়েছি জেগে রাত্রি দিন জাগবার পরে।