রুপসার তীরে ক্ষণিকের অতিথি আমি
হৃদয়ের জানালা খুলে চেয়ে থাকি
রুপসার ঘোলা জলে হয়তো কিশোর এক ফিরবে আবার
ডিঙি বেয়ে, সাদা ছেঁড়া পালে...
আমি জীবনানন্দ হয়ে দু চোখ ভেজাবো, সবুজ শ্যামল ডাঙ্গায়
তবু সেই কিশোর আজ দেখি না কোথাও
কিশোরের ডিঙ্গিটা কে আর দেখি না কোথায়,
শুধু দেখি দানবের মতো কয়েকটা কলের জাহাজ
রুপসার ঘোলা জলে গর্জন করে চলে গেলে
এক বিন্দু জল ছিটকে আসে শিশিরের মতন
আমি এক আকাশ হতাশা নিয়ে বসে থাকি
তবু চেয়ে থাকি ওই দূরে
রাঙা মেঘগুলো সাঁতরায়ে চলে যায় ওপারে;
সন্ধ্যার বাতাসে কয়েকটা পাখি উড়ে চলে গেলে
ক্ষণিকের অতিথি আমি
রূপসার ঘোলা জলে রেখে যাব হৃদয়ের ঋণ।।