আমি আমার মতো যা ইচ্ছে তাই করি
পাখির মত উড়ি
স্লথের মতো বসে থাকি হাওয়ার মত ঘুরি।
আমি আমার মতো
কালো কে আমি সাদা বলি সাদা কে বলি কালো
সুন্দর কে আমি মন্দ বলি মন্দ কে বলি ভালো।
আমি আমার মতো
ইচ্ছে হলে কলকলানি ইচ্ছে হলে চুপ
ইচ্ছে হলে হিমু সাজি ইচ্ছেতে দেই ডুব।
আমি আমার মতো
কাউকে আমি ধার ধারি না কেউ ধরে না আমায়
কাউকে আমি থামাই নাতো কেউ না আমায় থামায়।
আমি আমার মতো
তাকে আমি ডাকি না কাছে আমায় ডাকে না সেও
কাউকে আমি বাসি না ভালো আমায় বাসে না কেউ।