সহস্র বছর আগে শুধু একবার
তুমি প্রেমে পড়েছিলে আমার
প্রাচীন গ্রিকরা যখন তোমায় দেবী
আফ্রোদিতি বলেই ডাকতো
আমি ছিলাম তোমার সেই প্রেমিক পুরুষ, অ‍্যাডোনিস।
তারপর সহস্র শতাব্দীর সহস্র বার
আমি প্রেমে পড়েছি তোমার...
লাইলি-মজনু, শিরি-ফরহাদ,এন্টোনি-ক্লিওপেট্রা,
রোমিও-জুলিয়েট,কিংবা রজকিনী-চণ্ডীদাস হয়ে
যুগে যুগে আমিই ছিলাম তোমার পূজারী পুরোহিত
আমার সেই প্রেমের উপাখ্যান লিখা আছে
হিরোডোটাসের ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায়...
প্রেমের অপরাধে সহস্রবার মৃত্যু হয়েছে আমার
পৃথিবীর প্রথম প্রেমের মৃত্যুরস পান করা
সেই প্রেমিক আমি, উন্মাদ কিংবা বিবাগী পুরুষ;
ভালবাসার তরে মাড়িয়ে এসেছি স্বর্গের উদ্যান
আমি সেই কামদেব-কিউপিড।



"বাংলা কবিতা স্মারক"