আমি ছাড়া আমার আর কোনো বন্ধু নেই
যদিও আমার প্রতিটি আঙ্গুলে জড়িয়ে আছে অজস্র কোলাহল
যদিও আমার চারদিকে জড়িয়ে অজস্র অসম্পৃক্ত বন্ধন
নিয়ন আলোয় দেখি সম্পর্কের অসংখ্য ঝাপসা প্রতিবিম্ব,
তবু নির্জনতার পাহাড় আজও একাকী,
তবু বন্ধুর অভাবে মারে যায় অযুত বৃক্ষ
তবু নক্ষত্রের হতাশা নিয়ে মরে যায় ছায়াপথ।


আসলে কারো যাবার মতো মানবিক কোনো গ্রহ নেই
বিলিয়ে দেয়ার মত কারো কাছে কোনো মায়া নেই
হৃদয়ের হাহাকার বণ্টন করার মতো কোনো হাত নেই
দুঃখ কে ভাগ করার মত কোন প্রেম নেই,
আসলে আমরা সকলেই একা!
আমাদের নিজে কে ছাড়া নিজের আর কোনো বন্ধু নেই।।