ঘুরে এলাম খুলনা শহর রূপসা নদীর তীরে
রুপসা নদীর রুপের মায়া ডাকে ফিরে ফিরে
পুরাতন এই নগরী তে ইতিহাসে ভরা
যেমন তাহার গুণের বাহার রুপেতেও সে সেরা,
তারি সাথে আরেক নগর বাগেরহাট তার নাম
দাম যে তাহার বাড়িয়ে ছিল খান-ই-আজম
ছিলেন তিনি আল্লার অলি খান জাহান আলী
ইতিহাস তার পড়ি আমরা হয়ে কৌতূহলী
সেই ষাট গম্বুজ মসজিদ তাহার নিজের হাতে গড়া
আছে সেই খান জাহান দিঘি পদ্ম শাপলা ঘেরা,
তার দক্ষিণে আছে যে এক বিশ্বসেরা বন
নানান পাখি, হরিণ, সিংহ-বাঘের ই গর্জন
সুন্দর বনের রুপের কথা বলবো কী ভাই আর
বিশ্ব সেরা রূপে ঘেরা তুলনা নাই তার।।