এখানে ছিলাম আমি বহু যুগ আগে
এইসব আল-পথে কাদামাটি ঘাসে
ঘোলাজল বয়ে চলা নদীটির পাশে
যেখানে জোনাকি আর জিজি রাত্রি জাগে।


ফুল পাখি ঘাস আর ধানের শীষে
ছিলাম যে সেই সব ভালোবাসা প্রাণে
ফড়িংয়ের মতো উড়ে পাতার আহ্বানে
সবুজে ছিলাম আমি মাঠে মাঠে মিশে।


ছিলাম আগেও বুঝি যেন মনে হয়
জলেতে মিশে মাছ যেমন করে রয়
দুয়েলের মত উড়ে জ্যৈষ্ঠের দুপুরে
আমিও ছিলাম বুঝি উহাদের ভিড়ে।


অভিযাত্রিক-২০২৪