আমাকে যদি না পাও আর তোমাদের সমাবেশে
যদি হারিয়ে যাই রোদ্দুরে কোন অজানা দূরের দেশে;
ব্যথিত হইও না কুসুম!
আমি আছি, আজো আছি
জেনে রেখো
গোলাপের সম্মেলনে আমি প্রজাপতির কথা বলতে এসেছি
বলতে এসেছি ঘাসফড়িংরা কেমন আছে সবুজের সমারোহে
কেমন আছে ধান শালিক, ডাহুক, মাছরাঙ্গা বাবুই-চড়াই?
জানতে এসেছি
স্নিগ্ধতায় কথাটা গন্ধে মাতায় ভোরের বকুল
দখিনা মলয়ে কতটা সুখে দোলে ধবধবে সাদা কাশফুল
কতটা আনন্দে ফোটে শাপলা শালুক, রুপম ডাঙার ঝিল
ঝলমলে রোদ্দুরে কতটা সুখে উড়ে সোনালী ডানার চিল!


ব্যথিত হইও না কুসুম,
আকাশের ঠিকানা খুঁজে খুঁজে কভু আমি হারিয়ে যাই যদি
জেনে রেখো হে কুসুম
আমি তো আজীবন সাগরের সন্ধানে ছুটে চলা এক ভবঘুরে নদী।