চাওয়া-পাওয়ার বেড়াজালে আটকে গেছে প্রতিটি সময়
সময়ের হুইল চেয়ারে পঙ্গুত্ব নিয়ে এখন
প্রতিনিয়ত শুনি সংসারের মায়া সংগীত
অথচ আমি চেয়েছিলাম একটা পৃথিবী বানাতে
একটা পাহাড় একটা সমুদ্র
চেয়েছিলাম,
নিঃশ্বাসের শেষ শ্বাস টুকু থেমে যাওয়ার আগে
তেপান্তরের মাঠ থেকে এক ঝাঁক যাযাবর হাওয়া উড়ে আসুক
চেয়েছিলাম, শেষ অশ্রু টুকু শেষ হবার আগে
এক ঝাঁক বৃষ্টির ফোটা মিশে যাক অশ্রুর সমুদ্রে
চেয়েছিলাম, একটা সবুজ জীবন
শেওলা জমে যাওয়া রেইনট্রির পাতার মত
ঝরে পড়তে পড়তে পড়তে পড়তে
এক সময় মিশে যেতে মাটিতে।।