তারুণ্য হয়েছে আজকে বাঁধন হারা
জাগলো জোয়ার রক্তধারা,
নব উল্লাসে উঠেছে যে জেগে চিন্ময়
আজ তারুণ্য টুটেছে সব বাধা ভয়;
সব অমানিশা কেটে ঊষা উঠেছে জেগে
আকাশ সেজেছে অরুণ রঙিন মেঘে।
কালবৈশাখীর দোলা রক্ত পুঞ্জে ওর
আজ ভেঙেছে উল্লাসে শৃঙ্খলের ঘোর
আজকে ধরণী তলে শিব-পিনাক উঠেছে রুখে
আজ হানছে আঘাত, ক্লেদ কামনার বুকে
জেগেছে উদাত্ত প্রাণ তারুণ্য স্পন্দনে
চলে সাধকের বেশে সঞ্জীবনী অমৃত সন্ধানে,
আজ জেগেছে তারুণ্য মাভৈঃ-মন্ত্রভয়
বিজয় নিশান উড়বেই, হবে তারুণ্যের জয়।