জীবনকে ভালবাসি আমি
মৃত্যুকেও আলিঙ্গন করি যেন উদাসী মগ্ন তন্ত্র তনুতে
এ কেমন, জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে বিলুপ্ত তুষার
শত আলোকবর্ষ দূরে রক্ত তৃষ্ণা মেটায় ক্ষুধার্ত পারাবত।।


ক্লান্ত আমি নিতান্তই বাতাসে লাল ঘুড়ি উড়াই
অদৃশ্য বাঁধনে মাটিতেও কেন বাঁধা পড়ে যাই?
বিস্তার বন্ধন-সুতো ধরে যত টানি
মৃত্যুকেই যেন কাছে ফিরে ফিরে পাই।।


মনে হয় পৃথিবী কে ঘোরাচ্ছে কোন দৃঢ় অদৃশ্য অলৌকিক
ইহলোক মিথ্যে নয় পরলোকও নয় অযৌক্তিক!!
বিজ্ঞান নিজেও এসে যেন এইখানেই কান্ত হয়
তবু জীবনের পরিসর ভরে চলেছে ক্লান্তি হীন সময়।।


রৌদ্রোজ্জ্বল দিনে যদি দেবদারু-চুলে
স্নিগ্ধ বাতাস বয়ে যায় সবুজ পাতায়
হৃদয়ঙ্গম নিঃশব্দতায়
বেলা শেষে সেই পাতাই যেন হলুদ হয়ে যায়।।


আলোকে যত শুনি স্বপ্নলোকের কথা
অন্ধকারে খুঁজে পাই সৃষ্টির অন্তিম সার্থকতা
স্রোতের সংকেতে নদী যত দূরেতেই ভেসে যায়
সাগর কিনারে এসে সেও হয়ে যায় নিঃসহায়।।