আমি ক্লান্ত কবি,
উতলা ভাবুক মনে
মুখোমুখি বসে আছি উড়ন্ত কবিতার!
দুই আঙুলের ঠিকানায় নিজেকে পুড়িয়ে
শেষ করে দিচ্ছে কয়েকটা সিগারেট।
হৃৎপিণ্ডের শিরা-উপশিরায়
বেড়েই চলেছে বুলেট ট্রেনের গতি,
ঘড়ির কাঁটা ঘুরতে থাকে অবিরত......
শরীর বেয়ে উপরে উঠে আসে তন্দ্রা
ভাবনার সাগরে ডুবে যাচ্ছে পৃথিবী
হাহাকার জমে যাচ্ছে বুকের গহীনে
তবু কলমের নিব বেয়ে ফিরে আসে না
একটি স্নিগ্ধ কবিতার রূপসী মুখ।।