নিশীথের রিক্ততায় আমার অবসন্ন মনের
ক্যানভাসে ভেসে ওঠে অপরূপ স্নিগ্ধ
একটি মুখের ছবি।


- আমি তাকে প্রশ্ন করি: এই যে কে তুমি?


- ও বলল কল্প বালা;


- কল্প বালা? তা আবার হয় নাকি?
       আসলে বলো তো কে তুমি?


- তোমার ঐ হৃদয়ের ধূলি-কণার যে বাষ্প,
        আমি তার প্রতিচ্ছবি।।


- তবে আমারই কাছে কেন?


- তুমি যে আমায় এঁকে রেখেছ তোমার কল্পনায়-
   কোমল একটি মুখ সরিষা ফুলের মতো
   চট-পটে দুরন্ত বালিকা গায়ের মেঠো পথে অথবা
   ট্রেনেরই জানালার ধারে বসে আছে
   তোমার পাশে; তোমার হাতে ওর হাত
   যেন চলে গেছো কোন অজানা গহনে।


- কী চাও আমার কাছে?


- কই কিছু চাই নি তো আমি।


- না তুমি চাও তোমার ঐ চোখ বলছে
        বলতো সত্যি কি চাও?


- ভালোবাসা….


- ভালোবাসা.. !!
        সে নেই আমার কাছে।


- তবে হৃদয়ের উত্তাপ;


- তাও নেই।


- আছে; দেবে কি না ভেবে দেখো,
        আমি আবার আসব আজ না হয় কাল
        না হয় কোন একদিন।।