আজ প্রেম, শান্তি, আলো,
সব হয়ে আছে স্থির;
মানুষের কোলাহল
লৌকিক এ পৃথিবীর।
আত্মঘাতী করোনার
প্রসারিত হাত,
কেমন অশান্ত দৃঢ়তায়
করে যাচ্ছে সব বাজিমাত।


তবু আশায় বেঁধেছি বুক
নিরাশায় চরাচর
রাত্রি শেষে পূব আকাশে
ফুটবে আলোর ভোর।।