এই হেমন্তে নিয়েছো বন্ধু কাস্তে হাতে
জানো না এখনো গূঢ় অন্ধকার যে প্রভাতে;
ভেবেছ শূন্য গোলায় ভরাইবে এবার  ফসলে
বৃথাই ভাবছ বন্ধু; মাটি যে নাই পায়ের তলে।।


তোমার বুকের তাজা রক্ত-ঘামে ফলাও যে সোনা
পেছনে ফিরে দেখবে তা তোমারই না;
কোন এক মজুমদার তার লম্বা হাতে
ভাগ বসাইবে এসে তোমার ধানেতে,
তুমি শুধু চেয়ে-চেয়ে দেখবে হেথায় অবশেষে
তোমার ঘরেই হানা দেবে মন্বন্তর এসে।


ধানের জন্য যেজন ঝরাল বুকের ঘাম-রক্ত
সেই থাকে যে আজ অভুক্ত,
এ কেমন বিচার; ছন্ন ছাড়া এই সোনার দেশে?