কোথাও কেউ নেই
শুধু আমি একা.....
একটা নিবিড় অন্ধকারে বসে আছি
জ্যোৎস্নাটা অভিমানে গিয়েছে দূরে সরে
আকাশময় দিয়ে গেছে শুধু আমাবস্যার কাল;
বুকের ভেতর এক টন-টন টন-টন ব্যথা-
মাঝে মাঝে স্মৃতিগুলো ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে...
একটা আকাশ এবং জোছনার স্মৃতি
একটা নারী এবং নদীর স্মৃতি
একটা গোলাপ এবং ভ্রমরের স্মৃতি
একটা পরিত্যক্ত যৌবন এবং শৈশবের স্মৃতি
একটা জীবন এবং মৃত্যুর স্মৃতি
একটা মৃত্যু এসে দোদুল্যমান শবদেহ দেখায়
এবং একটা জীবন
ঊষার অস্ফুট কিছু আলো হাতে নিয়ে বসে আছে,
একটা মৌমাছি ঘুরছে ঘুরছে আর
অবিরত ঘুরছে কিছু ফুলের চারপাশে  মধু নিতে
একটা অন্ধ বাউল
করুন সুরে গাইছে অসমাপ্ত বেদনার গান;
তবুও কিছু শাখায়  
মঞ্জুরিত হচ্ছে ফুল
এবং
থেমে নেই একটা জীবন।।