আমার এখন বড্ড বেশি হাসি পায়  
যখন তুমি আমাকে বলো ফিরে আসবে আবার;
আমার নিজের কোনো বিশ্বাস ছিল না নিজের উপর!
অথচ তোমাকে বিশ্বাস করেছিলাম বড় বেশি..
কিন্তু তুমি আমার জন্য জ্বালিয়ে গেলে
পূর্ণিমা চাঁদের ভেতর জ্বলন্ত চিতা।।


এখন আমি জ্বলন্ত চিতার ভেতর শুয়ে থাকি
দেখি পৃথিবীর মানুষগুলো বড় বেশি নিঃসঙ্গ হয়ে যাচ্ছে
পৃথিবীর সময় গুলো অনন্ত বেদনায়
নীল হয়ে যাচ্ছে প্রতিনিয়তই
পৃথিবীর মাটি গুলো ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে
সেই অনন্ত বিষাদ ঋতুর রোদনে
পৃথিবীর সব গাছের পাতায় সুর তুলে দিচ্ছে
নীল কষ্টের গিটার
পৃথিবীর সমস্ত প্রেমের কথোপকথন গুলো
ডুবে যাচ্ছে বিষন্নতার নীল সাগরে
পৃথিবীর সব প্রেমিকেরা একটু একটু করে
চলে যাচ্ছে গণিকার বিছানার দিকে
পৃথিবীর সব মানুষগুলো বিচিত্র
মুখোশ পড়ে ঘাতক হয়ে যাচ্ছে অবিরত।।


এখন চাঁদের অদ্ভুত আলোর নিচে শুয়ে থাকি আমি
আমার আঙুল ভেদ করে নামে বৃষ্টি
সেই বৃষ্টিতে আমার অস্তিত্ব গুলোই
ভেসে ভেসে যায় নিঃসঙ্গ রাত্রির ভাজে ভাজে..।।