বহুদিন আগে
নন্দিনীর ঘুমন্ত মুখ দেখবো বলে মরেছিলাম একবার।।  
অতঃপর
ছাতিমের আশ্চর্য কুঁড়ি খুঁজতে খুঁজতে
সেই যে হারিয়ে গেলাম...
অবশেষে
বাতাসের কোলাহলে ভাসতে ভাসতে
দ্রাক্ষাবনে একটা হৃদয়ের টুকরো কুড়িয়ে
শতবর্ষি রেইন ট্রির মতো দাঁড়িয়ে থাকতে থাকতে
আনখা তৃষ্ণায় কত দীর্ঘ গ্রীষ্ম পুড়ে পুড়ে
নন্দিনী কে ভালোবেসে মরেছি বহুবার।।


বহুদিন পরে
আরও একবার নতজানু হয়ে  
একদিন হয়তো, নন্দিনীর ঘুমন্ত আশ্চর্য রূপ দেখে দেখে মরবো আর একবার।।