(এই কবিতাটা আমার দেখা এক সত্য ঘটনার উপর ভিত্তি করেই লেখা, দয়া করে সবাই পুরো কবিতাটা না পড়ে মন্তব্য করবেন না)


কবিতাঃ- মানবতার মহাপ্রয়াণ
কবিঃ- অবিরুদ্ধ মাহমুদ
তারিখঃ- ১৫/০৮/২০
””””””””””””””””””””””””””
একটা নিভন্ত লন্ঠনের আলোর মতই
রক্ত গোধূলির আভায় আকাশটা তখন
পৃথিবীর প্রান্তে হেলান দিচ্ছিল,
সন্ধ্যা হতে কিছুটা সময় বাকি.,.
ময়মনসিংহ রেল স্টেশনের প্লাটফর্মে
একটা উম্মাদিনীর শবদেহ পড়ে ছিল,
সেই উম্মাদিনীর দুধের শিশুটা দুধের অভাবে
কঙ্কালসার মৃত শরীরের দুধ বিহীন স্তন থেকে
রক্ত চুষে খাচ্ছিল,
এক ঝাঁক দুর্গন্ধ যুক্ত মাছিরা এসে
সঙ্গ দিচ্ছিল শিশুটার।।

পথচারী সকলে দেখছে...
যেন কাকের দল বিন্দুবিসর্গ পর্যবেক্ষণ করছে
বিস্ফারিত অন্ধকারে ডুবে যাওয়া মানচিত্রের;
সবাই হকারের মজমা কে ঘিরে থাকার মত
চক্রাকারে ঘিরে আছে
কেউ কাছে এগোচ্ছে না শিশুটার দিকে,
অবিরত মৃত মায়ের বুকেই
আশ্রয় এঁকে চলেছে সেই নিষ্পাপ শিশু;
দূরে স্বর্গ আর নরক এর পার্থক্য খোঁজার চেষ্টা করছে
কয়েকটা গাছ আর পাখি।।


হায় মানবতা!
মানবতা ভেসে যাচ্ছে নর্দমার জলে।।


আমি ভীরু কাপুরুষ,
অলীক কাগজেরই পৃথিবীর সাথে
তাল মিলিয়ে যেন হেঁটে চলেছি।।


অবশেষে বাড়ি ফিরে আসি,
মানবতা হীন মানুষের পৃথিবী লুকিয়ে গেলে
আমার হৃদয়ে শুরু হয় রক্তক্ষরণ..
বিমূর্ত একটা মেঘ এসে বসে থাকে
অকেজো মহানুভবতা ভরা বুকটা জুড়ে।।


সমস্ত আলো নিভে গেলেও
ঘুম আর নেমে আসে না চোখেতে
দিগন্তে বিষাদের ঢেউ উঠতে থাকে
গভীর ঘুমে শুনতে পাই
সেই দুধের শিশুর আত্ম চিৎকার।।