কতবার যে নিজেকে বদলাতে চেয়ে
মানুষ হতে গিয়েও ঢোকে গেছি পোকাদের দলে
মানুষ চেনার কৌশল জানতে গিয়ে
গুবরে পোকা হয়ে নিজেই আটকে গেছি সময়ের জালে।


এখন নিজের দূষণে নিজেই ডুব দিয়ে দেখি
কতটুকু হয়েছি দূষণের অধিক
কত যে ব্যথায় রূপ বদলায় সারল্য শরীর,
কত যন্ত্রণায় দগ্ধ মন হয় অগতিক?


গোময়ের ভেতর জন্মে দেখি কত টুকু দূষণ-
কলুষ আবেগ জমে আছে অস্থিমজ্জায়, ছালে
মানুষ না পোকা হয়ে? যুদ্ধ-ক্ষয় মারি ও মড়কে
টিকে আছি কি এখনো আদিম কঙ্কালে?


সময়ের আঘাতে সবি হয় যেন রূপান্তরিত
অসময়ে পতঙ্গও গিলে খায় মৃতপ্রায় পাখি,
আজ তাই নিজের দর্পণে নিজেকেই খুঁজে দেখি
আমিও যে মানুষ ছিলাম ভুলে গেছি নাকি!