চিন্তা মগ্ন দিন মিশে যায় অন্ধকার এক রাতে
আবার দিন আসে চৈত্রের ভোর দূরে যেতে যেতে;
বুকে বাজে ব্যথা, মনে পড়ে সেই ঠোঁট, সেই চুল
সেই হাত, সেই চোখ, আর সে আঙ্গুল।


একদিন শুনেছি যে জল আর ফসলের গান
যার হাত ছুঁয়ে দিলে উষ্ণ হত প্রাণ,
ভাবি; আবার পাব কি আমি তারে ফিরে?
আজ এই দেহ মাটি, নিঃসাড় অধরে।


আজকে এই চৈত্রের রাতে
ঘুম চোখে চায় না জড়াতে,
এ হৃৎপিণ্ডের সোনালী পর্দার ভেতরে  
শুধু কেন তার মুখ খানি মনে পড়ে?