আজ এই অবেলায় তুমি কেন এলে,
জীবনের মাঠ শূন্য করে যখন চলেই গেলে
তবে আর ফিরবার ছিল কি দরকার তোমার?
যখন মেনে নিয়েছি এই কষ্ট ভার।।


নিশুথির বনলতা কে যেমন খুঁজে নিল কবি-
জীবনানন্দ; আমিও না হয় খুঁজে তোমার ছবি-
ফিরে যেতাম; পাখিরা যেমনই ঘরে ফিরে আসে,
যখন সন্ধ্যা নামবে প্রান্তরে আকাশে,
দেখব তুমি ঘুমিয়ে আছো মোর পাশে।।