অনুভবে স্বাধীনতা যুদ্ধ আজো আমার চোখের
সামনেই ভেসে ওঠে যেন বারবার।
যদিও আমি দেখিনি মুক্তিযুদ্ধ,
যদিও আমি দেখিনি একাত্তরেরই বর্বরতা;
যদিও আমি দেখিনি রক্তাক্ত লাশের পাশে বসে
অবুঝ শিশুর কান্না।
যদিও আমি দেখিনি পচা লাশ শেয়াল শকুনে
চিরে খেতে।
যদিও আমি দেখিনি পাক-পাষণ্ডের পিপাসিত
রক্ত-চোখ আমার মা বোনের দেহ ক্ষতবিক্ষত
করে খেতে।
যদিও আমি গ্রামের পর গ্রাম আগুনের
লেলিহান শিখায় জ্বলতে দেখিনি;
যদিও আমি মুক্তির মিছিলে যোগ দিতে পারিনি।


তবুও আমার অনুভবে একাত্তর
তবুও আমার অনুভবে ৭ই মার্চ
তবুও আমার অনুভবে ২৬ শে মার্চ
তবুও আমার অনুভবে ১৬ ই ডিসেম্বর
তবুও আমার অনুভবে একুশে ফেব্রুয়ারি
তবুও আমার অনুভবে বাহান্ন।


আমি গর্বিত আমি স্বাধীন;
আমি আজকে গর্বিত আমার স্বাধীন
মাতৃভাষা।


হে আমার পূর্ব পুরুষেরা
তোমাদের লক্ষ কুটি সালাম।
হে আমার শহীদ ভাইয়েরা
তোমাদের লক্ষ কুটি সালাম।
হে আমার বীরাঙ্গনা মা বোনেরা  
তোমাদের লক্ষ-কোটি সালাম।