কবিতাঃ- রাত্রির ট্রেন
কবিঃ- অবিরুদ্ধ মাহমুদ
তারিখঃ- ১৭/০৭/২০
””””””””””””””””””””””””””
হুইসেল বাজিয়ে রাত্রির ট্রেন হঠাৎ
যদি থেমে যায়,
আর তুমি নেমে আসো অবিকল পরীর মতন,
পেয়ে যাও কিছুটা ঘুরে বেড়ানোর জায়গা...
তখন একটা ভোরের সূর্য আলো ছড়িয়ে দিবে
এই পৃথিবীর হৃদয়ের ভাঁজে ভাঁজে  
এবং দেখা হয়ে যাবে তোমার আমার
সবুজে চমকানোর মাঠে
দেখবে আমার চোখে ভ্রম লেগে আছে, ক্ষণকাল;
তারপর
তোমার আমার মাঝে কিছুটা শিল্পিত দূরত্ব দেখে
স্তব্ধতা ভেঙ্গে গুঞ্জন করেই উঠবে
এক ঝাঁক মৌমাছির দল;
দেখবে, তোমার পায়ের নিচেই শুকনো পাতারা
মর্মরে উঠেছে বেজে
আকাশটা নেমে আছে দূরে পৃথিবীর
মাঠের সবুজে  
হঠাৎ যদি কোন একদিন অখ্যাত কোনো স্টেশনে
হুইসেল বাজিয়ে থেমে যায় এক রাত্রির ট্রেন।।