স্বাধীনতা আনতে গিয়ে
মৃত্যুটা কে তুচ্ছ করে
শত্রুর সাথে পাঞ্জা লড়ে
শক্তি দিয়ে রক্ত দিয়ে
গর্জ যাদের উঠল হাত
সেই দিনে,
ভক্তি দিয়ে আবেগ দিয়ে
ভালোবাসার পুষ্পমালায়
তোমাদের আজ করছি স্মরণ
এই দিনে।
ভিটে মাটি সব হারিয়ে
সম্ভ্রম আর রক্ত দিয়ে
নয়টি মাসের যুদ্ধ শেষে
স্বাধীনতার বিজয় নিশান
আনলে যারা
সেই দিনে,
ডিসেম্বরের ষোল তারিখ
করছি স্মরণ করছি বরণ
তোমাদের আজ
এই দিনে।