জালিমের পরিহাসে প্রত্যহ বিষন্ন এই ধাম
সংকট আসন্ন ওহে স্বদেশ তোমায় জানালাম,
দুর্ভিক্ষ গুঞ্জন তুলে দুর্দিনের সাইরেন বাজে  
কু চক্রান্ত অবিরাম দিচ্ছে হানা এ বাংলার মাঝে।।


আকাশে আজ ঘনায় অসন্তোষের ধূসর মেঘ
গোপনে জ্বলছে তীব্র আগুন, ছড়ায় উদবেগ,
মিত্র সেজে শত্রু হেথা নরক বানাচ্ছে নিত্যদিন  
শিখণ্ডী আজ রথের সারথি পথ হচ্ছে সংকীর্ণ।

বুভুক্ষু বেঁধেছে বাসা চক্কর মারছে বাজ পাখি  
হেরেমে ঢুকেছে দেখ শাশ্বত শয়তানের আঁখি,
ভুঁই ফোঁড়ে উই উড়ে পঙ্গপালেরা ছুড়ছে বাণ
নরকের কীট করে সদা মন্বন্তর কে আহবান।


দেখ আজ যাচ্ছে ডুবে এই বাংলার সোনার তরী
আর কত হবে দেরী? এবার ওঠো জেগে পাঞ্জেরী!
এখনো সময় আছে বন্ধু, শক্ত হাতে ধরো হাল
নইলে এই অকালে ছিঁড়বে জেনো নৌকার পাল।।