প্রথম তারে দেখে ছিলাম
                  শিমুল তলির বাটে।
তার পরে তে দেখা হল
                  রসুল পুরের ঘাটে।
পাকা আমের রঙের মত
                  কি যে মায়া মুখে,
দেখলে তারে তীরের মত
                  লাগে এসে বুকে।
হরিণীর চোখ চাহনি যেন
                  কি যে মায়া লাগে।
বারবার আমার হৃদয় কাপে
                  কেন দেখিনি আগে।
খিল খিল  করে হাসে যেন
                  মুক্তার মত দাঁতে।
হৃদয় কাপে কেন যে কথা
                  কই নি তাহার সাথে।
সরু কঞ্চির মত কোমর
                  দুলে যেন হাটে।
গোলাপ আভা ছড়িয়ে কে
                  যেন দিয়েছে তার ঠোঁটে।
বুদ্ধিতে বেশ তুখোড় অতি
                  গল্পেও মাতে বেশ।
গুণের কথা বলব কি আর
                  নেইকো গুণের শেষ।।