কবিতাকে ভালবেসে কবি হতেই চেয়ে ছিলাম
কবিতা তবুও
আমাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলে গেল;
কোন দিকে পথ রোদ্দুরের
কোন দিকে যে আঁধার গলি
কোনদিকে জ্যোৎস্না
কিছুই বলে গেল না ;
তবু ভালোবাসি কবিতা কে
এবং ভালোবাসি.......


আকাশকে ভালোবেসে
আমি দৌড়াতে থাকি আকাশেরই দিকে
আকাশ ছুঁতে বড়ই যে সাধ আমার,
বড় ইচ্ছা আকাশের নক্ষত্র হবার,
আমি দৌড়াই আকাশ তবু উঁচুতে উঠতে থাকে...
আর কত উঁচুতে উঠলে আকাশকে ছোঁয়া যাবে?
আকাশ তবু বলল না কিছুই,
আমি আজও আকাশকে ভালোবেসে দৌড়াতে থাকি।।


নদী কেও ভালোবেসে ছিলাম একদিন
নদী আমাকে কিছুটা জল দিয়ে বলেছিল বস..
আমি বসে আছি অনন্তকাল ধরেই
নদী তবু চলতেই থাকল এঁকেবেঁকে
আমি আজও নদীর অপেক্ষায় বসে থাকি।।


পাহাড় কে ভালবেসে আমি একটা বুক পেতে দিয়েছিলাম
পাহাড় বলেছিল আমাকে উঁচুতে উঠাবে
বলেছিল তুলোর মতো মেঘের স্পর্শ এনে দেবে
পাহাড় তার কথা রাখে নি..
আমি আজো পাহাড় কে ভালবেসে
খামচে উপরে ওঠারই চেষ্টা করি
পাহাড় তবুও আমাকে নিচেই ফেলে দেয়।।