নিত্যই শুনছি আমি তারুণ্যের ডাক,
দলিত হাজার কণ্ঠের বিপ্লবী গান,
পদলিত জনতার ব্যগ্র গাত্রোত্থান,
ভীরু কাপুরুষ  যারা  পিছনেই থাক।
উদ্ধত তরুণ প্রাণে রক্ত বয়ে যাক,
এই ক্ষয়িষ্ণু পৃথিবী ফিরে পাক প্রাণ,
হোক আজি ধ্বংস আছে যত শয়তান,
ভীরু হৃৎস্পন্দন যদি থেমে যায় যাক।


তারুণ্য স্পন্দন থামবে না কোনদিন,
তারুণ্য ভাঙবেই পশুদের প্রাসাদ,
তারুণ্য তো কোনদিন হয় না মলিন।
শোষণেরই বিরুদ্ধে ধরবে জিহাদ,
তারুণ্যের হাতেই বাজে বিপ্লবী বীণ,
তারুণ্য ডেকে যায় উদ্দাম প্রতিবাদ।


এই সনেটের পংক্তির মিলবিন্যাস কখখক, কখখক, গঘগ, ঘগঘ।।